তার ঘরে খাবার নেই, পরনের কাপড় ছেঁড়া, সন্তানদের ক্ষুধার কান্না থামছে না।
এক রাতে সে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল:
"হে আল্লাহ! আমি কিছু চাই না, শুধু আমার কষ্টগুলো তোমার কাছে রেখে গেলাম। তুমি জানো আমার প্রয়োজন।"
সকাল হলে দরজায় কড়া নাড়ল এক অচেনা মানুষ।
বলল,
"ভাই, আমি গতরাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কাউকে সাহায্য করতে হবে। কেমন করে যেন তোমার নাম মনে হলো। এই নাও কিছু খাবার, টাকা আর কাপড়।"
গরিব লোকটি হতবাক হয়ে গেল।
চোখে পানি নিয়ে শুধু বলল:
"আল্লাহ কখনো চুপ থাকেন না। আমরা চুপ হয়ে গেলেও, তিনি শুনে যান।"
---

আল্লাহ সবকিছু জানেন, দেখেন এবং শুনেন।
আমরা কেবল ধৈর্য রাখি, আর তাঁকে ডাকি।
তিনি সঠিক সময়েই জবাব দেন — অনেক সুন্দরভাবে। 

0 Comments