Ticker

6/recent/ticker-posts

Ad Code

‘অপারেশন সিঁদুরে’ আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত—গোপনে সম্মান প্রদানের অভিযোগ

‘অপারেশন সিঁদুরে’ আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত—গোপনে সম্মান প্রদানের অভিযোগ

 কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ৭ মে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। সংঘাতের মধ্যেই ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। মাত্র চার দিনের লড়াই শেষে ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, এই সংক্ষিপ্ত সংঘাতে উভয় পক্ষেই প্রচুর ক্ষয়ক্ষতির দাবি উঠেছে।


বিশেষত, পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির দাবি অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’-এ ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। যদিও ভারতীয় সেনাবাহিনী কিংবা সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি, প্রতিবেদনে দাবি করা হয়, অভ্যন্তরীণ চাপে সেনাবাহিনী ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রেখেছে।

সামা টিভির আরও দাবি, নিহত সেনাদের পরিবারকে নিহতদের ছবি বা তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। এমনকি জনসমক্ষে না এসে, অনেক সেনাকে গোপনে ‘সম্মানজনক পুরস্কার’ প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তালিকায় তিনজন রাফাল পাইলট, ভারতীয় বিমানবাহিনীর সাতজন জওয়ান, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের পাঁচ শহিদ সদস্য ও ৯৩ পদাতিক ব্রিগেডের আরও নয়জন রয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আদমপুর বিমানঘাঁটিতে নিহত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচ অপারেটরকেও মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ।

উল্লেখ্য, শুরুতে ভারত সরকার রাফাল ও অন্যান্য সামরিক ঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়ে মন্তব্য না করলেও, পরে কিছু উচ্চপদস্থ সেনা ও কূটনীতিক ক্ষতির বিষয়টি আংশিক স্বীকার করেন।

এ প্রতিবেদন নিয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments